হু হু করে নামছে পারদ, আগামী ২৪ ঘন্টার জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস
শীত আর খুব বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই বিদায় নেবে রাজ্য থেকে, কিন্তু যেতে যেতেও নিজের প্রতিভা টের পাইয়ে দিচ্ছে বারবার। এবছর শীত খানিক দেড়িতে আসলেও বিদায় সে কিছুতেই নিতে চাইছে না। যার ফলস্বরুপ ২০২০ ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি শীতের রেকর্ড দেখা গেছে এবছর। মঙ্গলবার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার কনকনে শীতে নাজেহাল অবস্থা ছিল উওরবঙ্গে। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দার্জিলিংয়ে এদিন তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি তে ৮.৭ ডিগ্রি আর কোচবিহারে ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে বুধবারেও। দিন কয়েক আগে আকাশে মেঘ লক্ষিত হয়েছিল,সেই মেঘ সরে গিয়ে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেলে উত্তুরে বাতাস ঢুকে পড়ে, যার জেরে বিদায়ের পূর্বে বেড়েছে শীতের প্রকোপ।
এই উত্তুরে হাওয়ার কারণেই গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে অনেকটাই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। তবে বৃহস্পতিবার থেকে শীতের দাপট কিছুটা কমবে বলেই জানানো হয়েছে । কিন্তু আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এবার সত্যি সত্যি খুব শীঘ্রই বাই বাই বলতে চলেছে শীত।