আগামীকালের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য হতে পারে এই ঘোষণা
আগামীকাল শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেট সরকার মধ্যবিত্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখেই করবে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, সাধারণ চাকুরিজীবীদের জন্য অনেক সুবিধাই থাকবে এই বাজেটে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর বিশেষ নজর দেবে এবার কেন্দ্র এই বাজেটে।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, নূন্যতম বেতন বৃদ্ধি সহ একাধিক ঘোষণা হতে পারে আগামীকালের বাজেটে। ৪ শতাংশ পর্যন্ত ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে। ৪ শতাংশ ডিএ বাড়লে বর্ধিত ডিএ হবে ২১%, যার ফলে প্রচুর সরকারী চাকুরিজীবী এবং পেনশনভোগীরা উপকৃত হবে সেকথা বলাই যায়।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন কেজরিওয়াল, পাকিস্তানের মন্ত্রীকে কড়া জবাব
প্রসঙ্গত, বছরে দুবার ডিএ বাড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত বছরের দীপাবলীর সময় একলাফে ৫ শতাংশ ডিএ বাড়ানো হয় সরকারি কর্মচারীদের। এবার আবার ৪ শতাংশ বাড়ছে। আগামীকালের বাজেটে এই ঘোষণা হলে সাধারণ মধ্যবিত্ত চাকুরিজীবীরা যে যথেষ্টই খুশি হবে সেকথা বলাই বাহুল্য।