আগামী বুধবার একশোর বেশি ব্যাংক কর্মীদের ধর্মঘট ডাকার কারণে ব্যাংকের বিভিন্ন শাখা এবং এটিএম গুলিতে পরিষেবা বিপর্যস্ত হতে পারে। এরফলে চরম ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ।
সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে, কেন্দ্রীয় সরকারের শ্রম বিভাগের সংস্কার এবং অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ট্রেড ইউনিয়নের তরফ থেকে বুধবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। ব্যাংক ধর্মঘটও এই ভারত বন্ধেরই একটি অংশ।
আরও পড়ুন : নতুন নিয়ম, ব্যাঙ্কে জমা দিতে হবে আপনার বিশেষ নথিপত্র, শেষ সময় ৩১ শে মার্চ
ওইদিন বিক্ষোভকারীদের প্রধান দাবী হল কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শ্রম বিভাগের সংস্কারকে বাতিল করা। আগে এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল যাতে ৪ টি কোডে (মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কাজের শর্ত) ৪৪ টি শ্রম আইন অন্তর্ভুক্ত ছিলো।