Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

The Bengal Files: বড় বাজেট, কিন্তু বাজেটের অর্ধেকই তুলতে হিমশিম খাচ্ছে ‘The Bengal Files’, ছবিটি কত টাকা আয় করেছে?

Updated :  Thursday, September 11, 2025 3:45 PM
The bengal files box office collection

মুক্তির পর থেকেই আশানুরূপ সাড়া মিলছে না। বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলস প্রথম সপ্তাহেই বক্স অফিসে চরম হতাশার মুখে পড়েছে।

প্রথম সপ্তাহের আয় হতাশাজনক

প্রথম দিন থেকেই ছবিটির ব্যবসা আশানুরূপ হয়নি। মুক্তির প্রথম দিনে আয় দাঁড়িয়েছিল মাত্র ১.৭৫ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তে অর্থাৎ তিন দিনে ছবিটি সংগ্রহ করে ৬.৭৫ কোটি টাকা। আর ছ’দিনের শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০.২৫ কোটি টাকায়। প্রতিদিন গড়ে ১ কোটি টাকার আশেপাশে ব্যবসা করলেও, ছবিটির বাজেট প্রায় ৩০ কোটি টাকা হওয়ায় লাভ তো দূরের কথা, বাজেটের অর্ধেকও উঠতে পারেনি।

কাশ্মীর ফাইলস বনাম বেঙ্গল ফাইলস

পরিচালক বিবেক অগ্নিহোত্রী কিছুদিন ধরেই সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে ছবি নির্মাণ করছেন। তাঁর তৈরি দ্য কাশ্মীর ফাইলস দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে এবং বক্স অফিসে বিপুল সাফল্য পায়। কিন্তু দ্য বেঙ্গল ফাইলস সেই ছাপ রাখতে পারছে না। বিপুল প্রচার ও বিতর্ক সত্ত্বেও ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে।

প্রতিদ্বন্দ্বী ছবির ভিড়

বর্তমানে পরম সুন্দরী, মাদ্রাসি, লোকা এবং কনজুরিং–এর মতো একাধিক ছবি প্রেক্ষাগৃহে চলছে। পাশাপাশি অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সির জলি এলএলবি ৩ মুক্তির অপেক্ষায়। ফলে দ্য বেঙ্গল ফাইলস-এর ব্যবসায় আরও ধাক্কা লাগতে পারে। ট্রেড অ্যানালিস্টদের মতে, এভাবে চলতে থাকলে ছবিটি দ্রুত সুপার ফ্লপের তালিকায় চলে যাবে।

বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু

ছবিটি বাংলায় মুক্তির আগেই বিতর্কে জড়ায়। ট্রেলার লঞ্চের সময়ও উত্তেজনা ছড়ায়। দর্শকের একাংশের বিরোধিতা ও সমালোচনা ছবিটির জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিন ঘণ্টা কুড়ি মিনিট দীর্ঘ এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও পল্লবী যোশী। অনুপম খেরকে দেখা গিয়েছে মহাত্মা গান্ধীর চরিত্রে।

ভবিষ্যৎ অনিশ্চিত

বক্স অফিসে ছবিটির এই দুর্বল পারফরম্যান্স পরিচালকের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে নতুন বড় বাজেটের ছবি মুক্তি পেলে দ্য বেঙ্গল ফাইলস-এর সংগ্রহ আরও কমে যেতে পারে। ফলে বাজেট পুনরুদ্ধারের সম্ভাবনা কার্যত শূন্য।