বড় ঘোষণা কেন্দ্র সরকারের। ক্ষমতায় আসার পর থেকেই অনেক বড়ো বড়ো ঘোষণা করেছে মোদী সরকার। এবার সাধারণ মানুষের জন্য ৫ টি বড় ঘোষণা করলো মোদী সরকার। সেই ঘোষণা গুলি হলো:
১. জিএসটির সরলীকরণ, ও সস্তার আবাসনে গুরুত্ব দেওয়া হবে।
২. সুদের হার কমানো হবে। বাড়ি ও গাড়ির ঋণে সুদ কমানোর উদ্যোগ।
৩. এবার থেকে ব্যাঙ্ক গ্রাহকদেরও রেপো রেট কমার সুবিধা দেবে।
৪. এবার পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কিনলে ছাড় দেওয়া হবে সব মন্ত্রককে। ৩০ দিনের মধ্যে বাকি জিএসটি ফেরত দেওয়া হবে কেন্দ্র সরকার থেকে।
৫. বিদেশি বিনিয়োগ টানতে মূলধনী লাভে সারচার্জ তুলে নেওয়া হল।
ফের বড় ঘোষণা কেন্দ্র সরকারের!

Updated : Monday, August 26, 2019 3:16 AM













