নিউজরাজ্য

বিজেপি বারবার মানুষকে বোকা বানিয়ে চলছে : কানাইয়া কুমার

Advertisement

দক্ষিন দিনাজপুর : সম্প্রতি বেশ কিছুসময় ধরে ভারতবাসীর মনে এনআরসি আতঙ্ক এক ভয়ঙ্কর রূপ ধারন করেছে। এমনকি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে এনআরসি বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। এবার এনআরসি নিয়ে মুখ খুললেন ছাত্রনেতা কানাইয়া কুমার। রবিবার, দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে এক মঞ্চে এনআরসির নিয়ে কেন্দ্রসরকারকে নিয়ে সমালোচনা করলেন। কানাইয়া কুমারের মতে, অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিস্কৃত করার নামে দেশের মানুষদের বিদেশী তকমা লাগানো হচ্ছে। বিজেপি বারবার মানুষকে বোকা বানিয়ে চলছে।

রবিবার গঙ্গারামপুরে এনআরসি বিরোধী যুক্তমঞ্চের সভায় যোগ দেন কানাইয়া কুমার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা প্রমুখরা। সভায় কানাইয়া কুমার বলেন, সকল মানুষ যদি একত্রে এনআরসির বিরোধিতা করতে তাহলে সরকার মাথা নিচু করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, মানুষ কেন নিজেদের নাগরিকত্বের তথ্য জমা করবে? সরকারকে খোঁজ নিতে হবে কে ভারতীয় এবং কে বিদেশী। এব্যাপারে সমস্ত দেশবাসীর মিলিত বিরোধিতা চাই।

এছাড়াও কানাইয়া কুমার বলেন, ভারত একটি স্বাধীন দেশ, এই দেশে সবাইয়ের বসবাস করার সমান অধিকার রয়েছে, কোনোদিন ভয় দেখিয়ে জয়লাভ করা যায় না। ভারতবাসীকে শরনার্থী করার চিন্তাভাবনা করেছে বিজেপি। বিজেপি প্রথমে নোটবাতিল তারপর এনআরসি নিয়ে দেশবাসী মনে আতঙ্কের সৃষ্টি করছে। এর ফলে সাধারন মানুষরা ভোগান্তির শিকার হবে একথা মনে করেন কানাইয়া কুমার।

উল্লেখ্য, সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও সাধারন মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এর বিরোধিতার উদ্দেশ্যে পাহাড় থেকে সাগর পর্যন্ত এনআরসি বিরোধী যাত্রা শুরু হয়েছে যুক্তমঞ্চের তরফ থেকে। গত ১৫ নভেম্বর থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৮ ডিসেম্বর কলকাতায় সভা করবে তারা। ২৩ দিন ধরে এনআরসি বিরোধী সমাবেশ চালাবে যুক্তমঞ্চ।

Related Articles

Back to top button