বছরের প্রারম্ভেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। সোমবার নির্বাচন কমিশনার সুনিল আরোরা দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। ১১ ফেব্রুয়ারি ঘোষিত হবে ফলাফল।
নির্বাচন হবার আগেই বিজয়ী অরবিন্দ কেজরিওয়াল তবে তা এবিপি নিউজ এর ওপিনিয়ন অনুযায়ী দিল্লি বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৫৯ টি আসন পেতে পারে আম আদমি পার্টি।৮ টে আসন পেতে পারে বিজেপি আর কংগ্রেস ৩ টে আসন পেতে পারে। গতবার আম আদমি পার্টি ৫৪ শতাংশ ভোট পেলেও এবার ভোট সংখ্যা বেড়ে হবে ৫৫ শতাংশ, অপরদিকে বিজেপির ভোট তুলনায় আরও কমবে।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবেদন সুপ্রিমকোর্টে
গতবার ৩২ শতাংশ ভোট পেলেও এবার পাবে ২৬ শতাংশ। ৫ শতাংশ ভোট পাবে কংগ্রেস যা আগে ছিল ৯ শতাংশ। অর্থাৎ তাদের ও ভোট সংখ্যা এবার কমবে।
বিজেপি এই ভোটে আশাবাদী হলেও সাংবাদিক বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল টুইটে জানিয়েছেন নির্বাচন এবার কাজের ভিত্তিতে হবে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ্ কেজরিওয়ালকে আক্রমণ করলেও দিল্লীতে যে এবার অরবিন্দ কেজরিওয়ালই আসছেন তার ফলাফল এই পোলে আগাম উঠে আসলো।