Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: বিয়ের মঞ্চে কনের উদ্দাম নাচ বরের, সবার মন জয় করল ভিডিও

Updated :  Sunday, June 2, 2024 10:33 PM

বিয়ে মানে একটা আনন্দের অনুষ্ঠান। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই কোন না কোন বিয়ে বাড়ির জমকালো ছবি ও ভিডিও দর্শকদের সামনে আসছে। বিয়েতে একদিকে যেমন চার হাত এক হয়, আবার অন্যদিকে আত্মীয়স্বজনদের আনাগোনায় সরগরম হয়ে থাকে পরিস্থিতি। প্রত্যেক মানুষের জীবনে বিয়ে খুবই বিশেষ। মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় বিয়ের কাজে লাগিয়ে দেয়। সবাই তার নিজের বিয়েকে সারাজীবনের জন্য মনে রাখতে চায়, তাই বিয়ের দিন ভালোভাবে পোশাক পড়ে সাজানো-গোছানো জায়গায় তাদের বিয়ে সম্পন্ন করে। বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে সারা জীবন পথ চলার অঙ্গীকার করে বর এবং বউ।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিওর জনপ্রিয়তা

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিয়ে বাড়ির ভিডিও বেশ ভাইরাল হয়। কখনও কখনও বর বা কনের মজার নাচের কারণে এই ভিডিওগুলি প্রচুর জনপ্রিয়তা পায়। আবার কখনো কোনো আত্মীয় এমন কিছু করে বসেন যার ভিডিও দেখে আপনি অবাক হবেন। সম্প্রতি, ইন্টারনেট দুনিয়াতে এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ইনস্টাগ্রামে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিওটি, যাতে কনের উদ্যমী এবং বিশ্রী নাচ দেখে নেট নাগরিকরা হাসি থামাতে পারছেন না।

কনের নাচের ভিডিও

ভারী গহনা এবং বিশাল লাল বিবাহের পোশাক পরিহিত নববধূকে ভিডিওতে পুরো উদ্দাম কায়দায় নাচতে দেখা যায়। কনের সঙ্গে তাল মিলিয়ে বরকেও তার সঙ্গে নাচতে দেখা যায়। ‘ম্যায় তেরে মন কি ম্যায়না হোতি তু মেরে মন কা তোতা…’ গানটির তালে দুজনেই নাচ করেন। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি এখনও পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন। প্রায় আড়াই হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। কমেন্ট করে কেউ বলেছেন, ‘৩৬টির ৩৬টি গুণ পাওয়া গেছে‘। আসলে, বর-কনের এই মজার নাচের ভিডিও দেখে মানুষ দারুণ বিনোদন পাচ্ছে। ভিডিওটি দেখে কেউই হাসি থামাতে পারছেন না।