Today Trending Newsনিউজরাজ্য

আগামী ২১ শে মে থেকে এক জেলা থেকে অন্য জেলায় বাস চালানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Advertisement

আগামী ২১শে মে বৃহস্পতিবার থেকে আন্তঃজেলায় বাস পরিষেবা সচল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে সরকারি ও বেসরকারি বাস। তিনি আরও জানিয়েছেন, বাস চালানোর পাশাপাশি যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব পালন করতে হবে। এছাড়া পাশাপাশি খুলতে শুরু করবে দোকান থেকে অফিস। তবে সংক্রমিত অঞ্চল বাদ দিয়ে ২১ শে মে থেকে জেলাগুলিতে দোকানপাট খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাস পরিষেবা সচল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, ২৭শে মে থেকে রাজ্যে অটো চলাচল করতে পারবে। তবে অটো ইউনিয়নদের সঙ্গে এই ব্যপারে পুলিশ আলোচনা করে নেবে। এক্ষেত্রে অটো চালানোর ক্ষেত্রেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। অটোতে সর্বাধিক দুই জন যাত্রী চড়তে পারবে। তবে সকলের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

দেশ জুড়ে মোট চার দফায় জারি হল লক ডাউন। প্রথম তিন দফার লক ডাউনের ক্ষেত্রে কেন্দ্রের তরফে দেওয়া নির্দেশের মাধ্যমেই চলেছে রাজ্যগুলি। তবে চতুর্থ দফার লক ডাউনে রাজ্য সরকারের উপর সিদ্ধান্ত নেওয়ার কিছুটা ভার দেওয়া হয়েছে। আর তাই আগামী ২১শে মে থেকে সরকারি ও বেসরকারি অফিস খোলার ব্যপারে মত দেন মুখ্যমন্ত্রী। অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। আর তার জন্যই দরকার গণপরিবহন ব্যবস্থা। সেই জন্যই এবার সরকারি ও বেসরকারি বাস চালু করার সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংক্রমিত অঞ্চলগুলিতে এখনই এসব পরিষেবা মিলবে না বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button