অরূপ মাহাত: সকাল ৯ টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া। এরই মাঝে খবর এসেছে গন্ডগোলের। খড়গপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। কালিয়াগঞ্জে কয়েকটি বুথে ইভিএমের গন্ডগোলে সাময়িক ভাবে ব্যাহত হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে সবচেয়ে বেশি গন্ডগোলের ঘটনা ঘটেছে করিমপুরে। বুথ এজেন্টকে ভয় দেখানো থেকে বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন সকালে বুথে যাওয়ার সময় তাদের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। বিভিন্ন বুথে যাওয়ার সময় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির তরফে রাজ্য নেতা মুকুল রায় তিন কেন্দ্রের উপনির্বাচনে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।
এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও লেখেন তিনি। তিনি জানান, ‘নদিয়ার করিমপুরে আমাদের প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। তৃণমূলের ৫০ জন গুন্ডা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে লাথি মেরেছে, ধাক্কা দিয়েছে।’ ঘটনাস্থলে রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে তিনি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারেরঅপসারণ দাবি করেছেন।