নিউজরাজ্য

ফের নবান্নে CBI, রোজভ্যালি কাণ্ডের ফাইল নিয়ে বড়সড় পদক্ষেপ নিল CBI

Advertisement

পুজোর পর রোজভ্যালি মামলায় আবারও তৎপর সিবিআই। রোজভ্যালিকাণ্ডে ফের নবান্নের দরজায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি অর্থ দফতরের এক ওএসডিকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

পুলিশের কাছে রোজভ্যালি মামলার নথি ও ফাইল বার বার চেয়েও মেলেনি, দাবি সিবিআইয়ের। বারবার রাজ্য পুলিশকে এই মামলায় নথি ও ফাইল চেয়ে পাঠানো সত্বেও কোনও উত্তর না মেলায় মুখ্যসচিবকে চিঠি লেখে সিবিআই। তাই রোজভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল পাঠানোর আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে সিবিআই-এর তরফ থেকে। অপরদিকে, ১৮ অক্টোবর অর্থ দফতরের এক ওএসডিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই।

উল্লেখ্য, এর আগেও নবান্নে পৌঁছে গিয়েছিল সিবিআই৷ এক মাস আগে সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের সন্ধানে নবান্নে গিয়েছিলেন দু’জন সিবিআই আধিকারিক। সারদাকাণ্ডের পাশাপাশি রোজভ্যালি মামলাতেও নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের।

Related Articles

Back to top button