দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই সিবিএসই এর অধীনে থাকা দেশের ৩০০০ টি স্কুল খোলার অনুমতি দেওয়া হলো। অনুমতি দিলো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে এই ৩০০০ স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস হবে না, সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা দেখার কাজ শুরু করার জন্য স্কুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও সিবিএসইর সমস্ত পরীক্ষা এখনো শেষ হয়নি। যতগুলি পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা দেখার কাজ দ্রুত শুরু করতে চায় বোর্ড।
করোনার জন্য ১৯শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সিবিএসইর যেসমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে যায়। জুলাই মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাকি পরীক্ষা গুলি হওয়ার কথা। ১৯শে মার্চের আগে যেসমস্ত পরীক্ষা গুলি হয়েছে সেগুলোর খাতা দেখা শুরু করতে চায় বোর্ড। তারজন্যই সারা দেশ জুড়ে ৩০০০টি স্কুল বেছে নেওয়া হয়। এই ৩০০০ টি স্কুলের পাশাপাশি সিবিএসইর ১৬ টি আঞ্চলিক দপ্তরও খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুলগুলিতে ক্লাসরুম কঠোর ভাবে নিষিদ্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে রমেশ পোখরিয়াল বলেন, “দেশ জুড়ে ৩০০০ সিবিএসই স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই স্কুলগুলি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হবে। ১.৫ কোটি উত্তরপত্র পৌঁছে গিয়েছে শিক্ষকদের কাছে। আগামী ৫০ দিনের মধ্যে খাতা দেখা এবং মার্কশিট তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।” করোনা সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন মেনেই এই স্কুলগুলিতে কাজ করা হবে।