আবারও ফিক্সড ডিপোজিট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সম্প্রতি একটি সমীক্ষক সংস্থা সরকারকে ফিক্সড ডিপোজিট ও অন্য ফিনান্সিয়াল প্রোডাক্টকে ডিমেট রুপে জারি করার প্রস্তাব নিয়েছে। এই পদ্ধতি চালু হলে গ্রাহকদের সুবিধির পাশাপাশি সঞ্চয় আরো আরও সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য জন্য পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। এই পদ্ধতি চালু হলে বদল আনতে হবে বেশ কিছু নিয়মের।