দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরই নরেন্দ্র মোদী এক দেশ, এক আইন আনতে সচেষ্ট হন। শুধু তাই নয়, যৌথ তালিকার বিভিন্ন পরিষেবাকে কেন্দ্রের আওতায় নিয়ে আসতে বিভিন্ন প্রকল্পের সূচনা করেন তিনি। এমনই অভিযোগ বিরোধীদের। বিশেষত, এক দেশ এক রেশন কার্ড নিয়ে সংঘাত দেয় কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। কেন্দ্রের এই প্রকল্পকে রাজ্য মানতে রাজি নয় বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।
বৃহস্পতিবার রাজ্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পে সায় নেই রাজ্যের। রাজ্যে কার্যকর করা হবে না এই প্রকল্প, এমনই জানিয়েছে তৃণমূল সরকার। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ বিষয়ে বলেন, ‘এ বিষয়ে যতই চেষ্টা চালিয়ে যাক কেন্দ্র, রাজ্যে এই প্রকল্প চালু হবে না। এই প্রকল্পকে সমর্থন করে না রাজ্য সরকার।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘জাতীয় সুরক্ষা ইস্যুতে কোনো রাজনীতি নয়, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক’ : কেজরিওয়াল
প্রসঙ্গত, এই প্রকল্প চালু হলে দেশের যেকোন প্রান্তের রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ফলে এই ধরনের প্রকল্পের বিরোধিতা করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে।