কিছুদিন আগে এনআরসি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ১৯ লক্ষ মানুষকে। এই নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। এবার আরএনসি তালিকা থেকে বাদ পড়ে যাওয়া ১৯ লক্ষ মানুষকে আইনি সহায়তা দেবে অসম সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি যাদের নাম বাদ পড়েছে তাদের এখনই বিদেশী ঘোষণা করা হবে না বলে আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র দপ্তর। আগামী ১২০ দিনের মধ্যে যেসব নাগরিকের নাম বাদ গেছে তারা ট্রাইবুনাল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।