কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকেই বন্ধ হয়েছে বহু স্কুল। তাছাড়াও কাশ্মীরে বছরের পর বছর থেকে বন্ধ প্রায় ৫০ হাজার মন্দির বন্ধ হয়ে আছে। এই মন্দিরগুলো পুনরায় খোলার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার। তবে আপাতত মন্দির গুলোকে নিয়ে সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ বললেন, আমরা কাশ্মীরের স্কুলগুলোর বিষয়ে একটি কমিটি কমিটি গঠন করছি, তারা পুরো ব্যাপারটা সিদ্ধান্ত নেবেন।
কাশ্মীর নিয়ে ফের নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার!

Updated : Wednesday, September 25, 2019 10:18 AM













Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside