Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস নেতা

Updated :  Monday, November 4, 2019 12:56 PM

রবিবার কংগ্রেস দাবী করেছে ১-২ বার নয়, ১২ বার কংগ্রেস ৩৭০ ধারা দুর্বল করেছে। রবিবার দেরাদুনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কংগ্রেস প্রবক্তা পবন খেরা। পবন খেরা বলেছেন, ‘দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়, বিবাদের মাধ্যমে নয়। কংগ্রেস এটা ভালো বোঝে, কিন্তু বিজেপি বোঝে না। বিজেপির রাজনীতি কেবলমাত্র বিবাদের উপর নির্ভর করেই চলে।’ প্রসঙ্গত গত ৫ই আগস্ট জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছিল।

রবিবার দেরাদুনে এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেছেন, ‘৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে কংগ্রেসের কোনো আপত্তি নেই, আপত্তি বিলুপ্তির প্রক্রিয়া নিয়ে। সরকার দেশে জিএসটিও সঠিক ভাবে চালু করেনি। জিএসটির জন্যে ছোট ব্যাবসায়ী আর কৃষকরা শেষ হয়ে গেছে।’ পবন খেরা সরকারের উপর আরও অভিযোগ এনে বলেছেন, মোদি সরকার নোটবন্দি করে দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ইন্দিরা গান্ধীর সময়েও নোটবন্দি হয়েছিল, কিন্তু তা দেশের অর্থব্যবস্থাকে এইভাবে ক্ষতি করেনি, বলে দাবি পবন খেরার।