চিন : চিনের থেকেই এসেছে করোনা ভাইরাস এই নিয়ে প্রথম থেকেই কারো মনে কোন ধন্দ না থাকলেও। বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই এবার সেইসব জল্পনার অবসান ঘটিয়ে চিন জানিয়েছে এই ভাইরাস নাকি তৈরি হয়েছিলো চিনের এক সরকারি ল্যাবে। এই নিয়ে চিন সরকারকে সতর্কও করা হয়েছিলো কিন্তু চিনের সরকারি আধিকারিকরা সেই কথায় কান দেয়নি।
চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা। এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই।
এনিয়ে অনেকের অনেক মত ছিলো কেউ বলেন এই ভাইরাস এসেছিলো চিনের ওয়েট মার্কেট থেকে, কেউ জানায় কোন এক অজানা মানুষ থেকে। আবার অনেকের মতে বাদুর থেকে এসেছে এই ভাইরাস।