দেশনিউজ

প্রকাশ্যে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচের পরিমান

Advertisement

বেশ কিছুদিন ধরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশযাত্রা নিয়ে বারবার সমালোচনার সম্মুখীন হয়েছেন। গত বৃহস্পতিবার কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচের পরিমান প্রকাশ্যে এল। গত তিনবছরে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য প্রায় ২৫৫ কোটি টাকা খরচ হয়েছে।

বিদেশমন্ত্রকের রাষ্ট্রপতি ভি মুরলিধরন জানিয়েছেন, ২০১৬-২০১৭ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয় ৭৬.২৫ কোটি টাকা। ২০১৭-১৮ সালে ৯৯.৩২ টাকা খরচ হয় বিদেশ সফরে। ২০১৮-১৯ সালে বিদেশ সফরের জন্য ৭৯.৯১ কোটি টাকার বিল জমা দিতে হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরের সফরে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে মুরলিধরন জানান, ভিভিআইপি এবং ভিআইপি এবং ভিআইপিদের ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতি অনুসারে সরকারি সফরের জন্য ভারতীয় বায়ুসেনার উড়ান ব্যবহারের সময় প্রধানমন্ত্রীকে কোনও টাকা দিতে হয় না।

Related Articles

Back to top button