Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

Updated :  Wednesday, October 7, 2020 4:01 PM

অবশেষে মুক্তি, মিলল স্বাধীনতা। আজ ৭ অক্টোবর জামিনে মুক্তি পেলেন মাদক কাণ্ডে অভিযুক্ত ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

এনসিবি-র বিচারাধীন হেফাজতে রাত কাটাচ্ছিলেন মহেশ ভাটের কাঙ্খিত নারী রিয়া চক্রবর্তী। অবশেষে হল মহেশজির জিলেবির জয়।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রিয়া। ১ লক্ষ টাকার বন্ডে বুধবার জামিন মঞ্জুর করা হয় জেলেবি অভিনেত্রীর।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

তবে দিদি জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বুধবার ১ লক্ষ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু ভাই সৌভিকের জামিন স্থগিত।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

একথা সত্য, ময়দানে জমিয়ে খেলেছেন রিয়ার আইনজীবী। তাই ৩০ দিনের মধ্যে বাইকুল্লা কে বাই বাই করিয়ে ছেড়েছেন সতিশ মানশিন্দে।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী

জামিন পেলেও আগামী ১০ দিন তাঁকে থানায় হাজিরা দিতে হবে। এছাড়াও রিয়াকে থানায় পাসপোর্টও জমা রাখতে হবে। অন্যদিকে, রিয়ার পাশাপাশি স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাড়ির রাঁধুনি ও ম্যানেজার দীপেশ সাওয়ান্তও এদিন জামিন পেয়ে যান। শুধু সৌভিক কে থেকে যেতে হল জেলে। কারণ, সৌভিকের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

টানা ২৮দিন জেল, ভাইকে ছাড়া ঘরে ফিরল বোন রিয়া চক্রবর্তী