প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল জিতে বাংলা সহ গোটা দেশকে গর্বিত করেছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্য এর জন্য প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন।
একদা প্রেসিডেন্সি কলেজ এর প্রাক্তনীর এই সাফল্যে গৌরবান্বিত হয়ে প্রেসিডেন্সি আলমনি অ্যাসোসিয়েশন এর সচিব বিভাস চৌধুরী বলেন – অমর্ত্য সেন প্রেসিডেন্সির ছাত্র ছিলেন । অভিজিতও এই কলেজে পড়েছেন। আমরা অত্যন্ত গর্বিত। তাকে ও তার স্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে সদ্য নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে চমকে দেবার মত মন্তব্য করেছেন।
‘তিনি বলেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সংকটজনক’ এমনটা মনে করেন অভিজিতবাবু। তিনি দুশ্চিন্তা প্রকাশ করে আরো বলেন সরকারও বুঝতে পারছেন অর্থনীতির হাল ভালো নয়। গত কয়েক বছর এর থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ। যা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সামনে একটা বড়ো সংকট।