Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুত্রবধূ, নাতনি মিলে খুন করলো টালিগঞ্জের বৃদ্ধা উর্মিলাকে

Updated :  Saturday, December 14, 2019 9:59 AM

বৃহস্পতিবার টালিগঞ্জের গড়চার বাড়ি থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ উর্মিলা ঝুন্ডের টুকরো টুকরো দেহ। সামগ্রিকভাবে সে কারণে বৃদ্ধাকে খুন করা হয়েছে সেটি হল বৃদ্ধার মূল্যবান সামগ্রী লোভে। বৃদ্ধাকে খুন করে বৃদ্ধার সামগ্রী লুট করা হয়েছে।

মাকে এ কাজটি করায় সাহায্য করেছিল তারই মেয়ে অর্থাৎ বৃদ্ধার নাতনি। তবে পুলিশ অনুমান করছেন এই খুনের শুধু পুত্রবধূ আর নাতনি না আরো কেউ যুক্ত থাকতে পারেন।

সকালে পরিচারিকা আসতে উর্মিলা দেবীর টুকরো-টুকরো দেহ পড়ে থাকতে দেখে বিছানার ওপর। দেহটির গলাকাটা এবং পেট ও আড়াআড়িভাবে কাটা। কোনভাবেই যাতে মানুষটি আর বাঁচতে না পারে সেজন্যই পুত্রবধূ এবং নাতনি মিলে এইভাবে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল তারা।