টিকাকরণের জের! করোনা টিকা নিয়ে মৃত্যু ওয়ার্ড বয়ের

মোরাদাবাদ: করোনার টিকাকরণ (Corona Vaccination) ভারতবর্ষ (India) জুড়ে শুরু হয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথম দিকে টিকা (Vaccine) দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেই এল উদ্বেগের খবর। এক ব্যক্তি টিকা নেওয়ার…

Avatar

মোরাদাবাদ: করোনার টিকাকরণ (Corona Vaccination) ভারতবর্ষ (India) জুড়ে শুরু হয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথম দিকে টিকা (Vaccine) দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেই এল উদ্বেগের খবর। এক ব্যক্তি টিকা নেওয়ার পরদিনই নাকি উত্তরপ্রদেশের মোরাদাবাদে অসুস্থ হয়ে মারা জান। উত্তরপ্রদেশের (Uttarpradesh) জেলা হাসপাতালে (District Hospital) তিনি ওয়ার্ড বয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম মহিপাল সিং (Mahipal Singh)।

মৃতের পরিবারের অভিযোগ,৪৬ বছর বয়সি ওই ব্যক্তি আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি অসুস্থ হয়ে পড়েন। তারপরই মারা যান মহিপাল। যোগী আদিত্যনাথের দফতর থেকে ইতিমধ্যে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে মৃতদেহটি।

শনিবারই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর রাতে ডিউটিও করেন। কিন্তু পরদিন সকালেই বুকে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং কাশি। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, “ওই ব্যক্তি আগে সুস্থই ছিলেন। কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শরীর খারাপ হয়।” এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই।