আবারো এক মর্মান্তিক শিশুমৃত্যুর সাক্ষী থাকল কলকাতা। কিন্তু এবার এক শিশুর মৃত্যুর কারন অপর শিশু। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউন বাসস্ট্যান্ডের নিকট। সুত্রে খবর, মাত্র আড়াই বছরে আয়ুষ রায়চৌধুরী রাস্তায় মায়ের হাত ধরে হাঁটছিল।
ওই রাস্তার ধারে একটি টোটো দাঁড়িয়ে ছিল যার মধ্যে বসেছিল পাঁচ বছরের পিয়া। পিয়ার পিতা অজয় পিয়াকে টোটোতে একা রেখে বাইরে চলে যান। তার কিছুসময় পর আচমকাই টোটোটি চলতে শুরু করে। চলন্ত টোটো এসে আড়াই বছরের আয়ুষকে ধাক্কা মারে যার ফলে মৃত্যু হয় আয়ুষের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যে নিউটাউন থানায় আয়ুষের মাতা ও পিতা গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। পিয়ার পিতা আজয়কে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার ফলে শোকের ছায়া নিউটাউন জুড়ে।