বুধবার মানালি থেকে মুম্বাই ফেরার কথা কঙ্গনার। তার আগেই কঙ্গনার মুম্বাইয়ের অফিস ভাঙ্গার কাজ চালায় বিএমসি ও মুম্বাই পুলিশ। কঙ্গনা রীতিমত জানান যে তাঁর কাছে বৈধ কাগজ আছে এবং কোন অবৈধ নির্মাণ নেই। তা সত্বেও কঙ্গনার অফিস তৎপরতার সঙ্গে ভাংচুর চালায় মুম্বাই পুলিশ। এরপরেই কঙ্গনার আইনজীবী মুম্বাই হাইকোর্টে যান, কঙ্গনার আর্জির ভিত্তিতে বেশ তৎপরতার সঙ্গেই মামলার শুনানি শুরু হয়। ইতিমধ্যে, বিএমসি কে কাজ বন্ধের নির্দেশ দেয় বম্বে হাই কোর্ট।
There is no illegal construction in my house, also government has banned any demolitions in Covid till September 30, Bullywood watch now this is what Fascism looks like ?#DeathOfDemocracy #KanganaRanaut
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের সময় আগামী শুনানি হবে। পাশাপাশি একটি রিপোর্ট ফাইলেরও নির্দেশ দেওয়া হয়েছে বিএমসিকে। খুব স্বল্প সময়ের মধ্যে কঙ্গনা মুম্বাই এয়ারপোর্টে নামবেন। মুম্বাই ফিরে কঙ্গনা কোন স্টেপ নেন এখন তা দেখার পালা।
The notice given is illegal and they entered the premises illegally. There was no work underway at the premises: Kangana Ranaut's lawyer Rizwan Siddiqui #Mumbai pic.twitter.com/xUwaHL41ec
— ANI (@ANI) September 9, 2020