Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উচ্চশিক্ষায় সরকারের হস্তক্ষেপ নিয়ে রাজ্যকে সরাসরি আক্রমণ রাজ্যপালের

অরূপ মাহাত: মুর্শিদাবাদের এস.এন.এইচ কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে রাজ্যকে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যের কাছে একটি হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যের তরফে…

Avatar

অরূপ মাহাত: মুর্শিদাবাদের এস.এন.এইচ কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে রাজ্যকে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যের কাছে একটি হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যের তরফে তা মঞ্জুর না করায়, কলকাতা থেকে মুর্শিদাবাদ পুরো রাস্তায় সড়কপথে যান তিনি।

কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি উচ্চশিক্ষায় রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করেন রাজ্যকে। তিনি বলেন, ‘রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের উপর চাপ সৃষ্টি করছে সরকার।’ শুধু তাই নয়, এই চাপ কাটিয়ে কাজ করা উপাচার্যদের ক্ষেত্রে যে সমস্যার সে কথাও মনে করিয়ে দেন তিনি। তবে শিক্ষাক্ষেত্রে এমন ঘটনা কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের মন্দিরের ন্যায় ভাবা উচিত।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে অধ্যাপকদেরও সমস্যা নেই, ছাত্রছাত্রীদেরও কোন সমস্যা নেই, সমস্যা যদি রয়েছে সেটা সরকারের।’ রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের মুখে উচ্চশিক্ষা সম্পর্কে এমন মন্তব্য শুনে অবশ্য বিস্মিত নয় তৃণমূল। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা নেতা সৌমিক হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘উনি তো এখন বিজেপি নেতা হিসেবে কাজ করছেন। সেই কারনেই আমরা এই কলেজের অনুষ্ঠান বয়কট করেছি।’

About Author