ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কাস্টিং কাউচ, বলিউডে বহুল প্রচলিত একটি কথা। শুধুমাত্র বলিউডই নয় ভারতের যে কোনো ভাষার সিনেমা জগতেই এটা বহুল প্রচলিত একটি কথা। বহু নামীদামী তারকাকেই তাদের অভিনয় জীবনের প্রথম দিকে এর খপ্পরে পড়তে হয়েছে। অনেকেই মুখ খুলেছেন, অনেকেই চুপ থেকেছেন স্বাভাবিক ভাবেই। সম্প্রতি বিদ্যা বালান, জারিন খানের মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা এই বিষয়ে মুখ খুলেছিলেন। এবার বিস্ফোরক সুরভীন চাওলা।
সম্প্রতি তিনি জানিয়েছেন, “এক পরিচালক আমার থাই এবং ক্লিভেজ দেখতে চেয়েছিলেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনবার কাস্টিং কাউচের খপ্পড়ে পড়তে হয় আমাকে। এক পরিচালক তো এমনও বলেছিলেন, তিনি আমার শরীরের প্রতিটা অংশ দেখতে চান। এরপর থেকে আমি তাঁর ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছিলাম।” অভিনেত্রী জানিয়েছেন, দক্ষিণের জাতীয় পুরস্কার প্রাপ্ত এক পরিচালক তাঁকে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন যে তিনি বাধ্য হন ইন্ডাস্ট্রি ছেড়ে বেড়িয়ে আসতে।
অভিনেত্রী জানিয়েছেন, ” আমি সিনেমার অডিশন দিচ্ছিলাম নিয়মিত। খুব পরিশ্রমের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এরকম ভাবেই অসুস্থ হয়ে পড়ি। তখন এক পরিচালক আমায় বলেন, অসুস্থ? আমার সাথে মুম্বই চল।’ ওনার কথা বলার টোন-টা আমার ভাল লাগেনি।” তিনি আরও বলেছেন, ওই সময় আমার কাছে আরও একটি ছবির অফার আসে। সেখানে পরিচালক হিন্দি বা ইংরেজি বলতেন না, তাই তাঁর বন্ধু আমাকে পুরো বিষয়টা জানালেন। পরিচালকের বন্ধু বলেন, ‘স্যার আমাকে জানতে চান, চিনতে চান। আপনাকেও তাঁকে বুঝতে হবে। এরপরই তিনি চমকে দিয়ে বলেন, যতক্ষণ না ছবিটা শেষ হচ্ছে আপনাকে পরিচালকের সঙ্গে থাকতে হবে।’ আমি তখন স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছিলাম আপনারা ভুল কাউকে বেছেছেন।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference