Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু চার মাসের কুহেলি, সাসপেন্ড তিন চিকিৎসক

Updated :  Friday, November 8, 2019 7:06 PM

শ্রেয়া চ্যাটার্জী : চিকিৎসকের গাফিলতিতে চার মাসের এক শিশু কন্যার মৃত্যুর কোলে ঢলে পড়ল। শিশুকন্যাটি নাম কুহেলি চক্রবর্তী। তার পিতা অভিজিৎ চক্রবর্তী ও মা সালু চক্রবর্তী চিকিৎসার গাফিলতিতে মেয়ের মৃত্যুর জন্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে পেডিয়াট্রিক সার্জেন্ট ডক্টর বৈশালী রায়, অ্যানেসথেসিস্ট সঞ্জয় মহাওয়ার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুভাষ তিওয়ারি লাইসেন্স বাতিল করা হয়।

২৫ নম্বর ধারায় তিন মাসের জন্য বাতিল করা হয় তাদের রেজিস্ট্রেশন। এই তিন মাস তারা কোনো কাজ করতে পারবে না। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু একই সাথে তিনজন ডাক্তারকে এইভাবে লাইসেন্স বাতিল করে দেওয়ার মতন ঘটনা বিরল।

আরও পড়ুন : ধেয়ে আসছে ‘বুলবুল’, সতর্কতায় আগামীকাল স্কুল ছুটির ঘোষণা রাজ্যের

২০১৭ সালে ১৪ এপ্রিল এই বাচ্চাটিকে ভর্তি করা হয় ইএসআই তে। বাচ্চাটির কোলোনোস্কোপি করা হবে। শিশুকন্যাটির বাবা অভিযোগ করেছেন তাঁর কন্যাকে প্রায় আট নয় ঘণ্টা না খাইয়েও কোলোনোস্কোপি করা হয়নি। আস্তে আস্তে বাচ্চাটি নিস্তেজ হয়ে পড়ে। তারপরে কোলোনোস্কোপি করার জন্য যে ওভারডোজ দেওয়া হয় তা বাচ্চাটি সহ্য করতে পারেনি।

অভিজিত বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। এবং কাউন্সিলের রায় রিভিউর আবেদন জানিয়েছেন। প্রয়োজনে তারা হাইকোর্টে যাবেন এমনটাও বলেছেন।