Nusrat-Yash: সব জল্পনার অবসান! ঈশানের বাবা যশই, বার্থ সার্টিফিকেটে এলো প্রমাণ

অনেক লুকোচুরির পর অবশেষে একটি বার্থ সার্টিফিকেট দিল সম্পর্কের আসল নাম। আমার ছেলের বাবা জানে বাবা কে’, সদ্যোজাত ঈশানকে নিয়ে মা নুসরত জাহানের তৈরি এই জট কেটে গেল বুধবার।  অভিনেত্রীর পুত্রসন্তানের বার্থ…

Avatar

By

অনেক লুকোচুরির পর অবশেষে একটি বার্থ সার্টিফিকেট দিল সম্পর্কের আসল নাম। আমার ছেলের বাবা জানে বাবা কে’, সদ্যোজাত ঈশানকে নিয়ে মা নুসরত জাহানের তৈরি এই জট কেটে গেল বুধবার।  অভিনেত্রীর পুত্রসন্তানের বার্থ সার্টিফিকেটে বলে দিল ঈশানের বাবা কে? বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা রয়েছে যশ দাশগুপ্তর আসল নাম। কয়েকমাস ধরে এই সেলেব সরাসরি কিছু না বললেও সকলেই আন্দাজ করেছিলেন ঈশানের বাবা আর কেউ নন অভিনেতা যশ দাশগুপ্ত। এবার তা প্রমাণিত হলো সরকারি কাগজে-কলমে।

নুসরত জাহান এর পুত্র ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত। উল্লেখ্য দেবাশিস দাশগুপ্ত অভিনেতা যশ দাশগুপ্তর আসল নাম। অভিনয়ের জন্য নিজের আসল নাম পরিবর্তন করে হয়েছেন যশ। এমনকি ২০২১ এর বিধানসভা ভোটে চন্ডীতলায় নিজের মনোনয়ন পত্রের হলফনামায় এই নাম‌ই লিখেছিলেন যশ। শুধু তাই নয় নুসরত ছেলের পদবী হিসেবে স্থির করেছেন বাবার নামেই। অর্থাৎ ছোট্ট ঈশান এর পুরো নাম এখন থেকে ঈশান জাহান দাশগুপ্ত। ঈশান বাবা মায়ের দুই পদবী ব্যবহার করবে।

Nusrat-Yash: সব জল্পনার অবসান! ঈশানের বাবা যশই, বার্থ সার্টিফিকেটে এলো প্রমাণ

২০২০ এর শেষের দিকে যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে শুরু হয় নানান জল্পনা। নিখিল জৈন্যের সঙ্গে নুসরতের ছন্দপতনই বুঝিয়ে দিয়েছিল। তবু নিজের বৈবাহিক সম্পর্কের ব্যাপারে প্রথমে মুখ খুলতে নারাজ ছিল নুসরত। অবশ্য গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে যশ ও নুসরতকে। অন্তঃসত্ত্বা পিরিয়ডে হাজার বিতর্কের মুখে পড়লেও নিজের বাবার পরিচয় নিয়ে কখনওই কোনো কথা বলেননি নুসরত। যদিও নুসরত হাসপাতালে ভর্তি হওয়ার আগে থেকে ঈশানের জন্মের পর তাকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত একজন বাবার দায়িত্ব পালন করেছেন যশ।

এমনকি এখন চিনেবাদাম শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও বাড়ি এসে ঈশানের সাথে সময় কাটাচ্ছেন যশ। উল্লেখ্য ঈশানের বাথ সার্টিফিকেট এর জন্য কিছুদিন আগেই নুসরত এবং যশকে কলকাতা মিউনিসিপ্যালিটি তে একসাথে দেখা যায়। সেদিন দুজনে একসাথে করোনার ভ্যাক্সিন ও নেন একাধিকবার ঈশানের বাবার পরিচয় নিয়ে নুসরতকে প্রশ্ন করা হলে সরাসরি কিছু না বললেও যশের নাম নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী। একদিকে ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় যশের নাম লিখে এই সম্পর্কের নাম যেমন দিলেন নুসরত জাহান। তেমনই বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসার পর এখন প্রশ্ন একটাই থাকবে সকলের মনে এসেছে। তবে এত কান্ডের মাঝেই কি চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন যশ ও নুসরত। তা অবশ্য এখনো জানা যায়নি।

Nusrat-Yash: সব জল্পনার অবসান! ঈশানের বাবা যশই, বার্থ সার্টিফিকেটে এলো প্রমাণ