করোনা সঙ্কট : সোমবার থেকে ব্যাংকে মিলবে এই সুবিধা, দেখুন একনজরে
দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৬০ জন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। সমস্ত মহলে যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই যাতে সংক্রমণ ঠেকানো যায় তার জন্য লকডাউন হয়ে গিয়েছে অনেক শহর। আগামীকাল বিকেল থেকে পশ্চিমবঙ্গেও লক ডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
এমন সংকটজনক পরিস্থিতিতে ব্যাংকিং পরিষেবা চালু রয়েছে দেশে। আইবিএ- এর একটি বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, ব্যাংকিং পরিষেবায় টাকা জমা দেওয়া ও টাকা তোলা, অন্য একাউন্টে টাকা পাঠানো, চেক জমা দেওয়া এবং সরকারি লেনদেন এই চারটি প্রক্রিয়া চালু থাকবে। তবে গ্রাহদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, খুব প্রয়োজন না পড়লে বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কে না যাওয়াই উচিত।
আরও পড়ুন : অযথা খাদ্য সামগ্রী মজুত করবেন না, রাজ্যে কোন কোন পরিষেবা খোলা থাকবে, দেখুন
এছাড়া পরিস্থিতির উপর নির্ভর করেই আগামীতে ব্যাঙ্কিং পরিষেবায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আইবিএ প্রধান সুনীল মেহতা। ব্যাঙ্কে শুধু জরুরি পরিষেবা চালু থাকলেও অনলাইন বাকি সমস্ত ব্যাঙ্কিং পরিষেবাই চালু থাকবে। SBI এর তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের প্রভাবে ব্যাবসা বানিজ্য যাতে ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য জরুরি পরিস্থিতিতে বিশেষ ঋণ দেওয়ারও ব্যবস্থা হয়েছে। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে এই ঋণ মিলবে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে ২৪ ঘন্টাই কাজকর্ম জারি থাকবে।