ফাঁসির দিন চূড়ান্ত, মৃত্যুর আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল নির্ভয়া কান্ডের ২ মূল অভিযুক্ত
২০১২ সালের ডিসেম্বরের এক শীতের রাতে দিল্লির রাজপথে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণের ঘটনায় শিউরে উঠেছিল সারা দেশ। শরীরে দগদগে ক্ষতের ঘা মেখে লড়াই চালিয়ে গিয়েছিলেন ধর্ষিতা মেয়েটি। ভারত সরকারের সহযোগিতায় চিকিৎসার জন্য তাকে বিদেশেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশা নিয়ে দেশে ফেরে দামিনীর দেহ। দেশ উত্তাল হয় দামিনী ওরফে নির্ভয়ার জন্য।
সেই নির্ভয়া কান্ডের দোষীদের শাস্তি দিতে লড়ে চলেছেন নির্ভয়ার মা আশা দেবী। চোখের জল আঁচলে মুছে লড়াই চালিয়ে গিয়েছেন অসম শক্তির বিরুদ্ধে। অবশেষে দোষের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের শাস্তি হবে শান্তি পেয়েছেন মনে। কিন্তু এখনও অনেক বাকী। বারবার ফাঁসির দিনক্ষণ স্থির হওয়ার পরও তা পিছিয়ে গিয়েছে বিভিন্ন বাহানায়। এবার হয়তো কিছুটা হলেও নিশ্চিন্ত হবেন তিনি। আগামী ৩ মার্চ ফাঁসির দিন স্থির করেছে তিহাড় জেল কর্তৃপক্ষ। সকাল ৬ টায় একসঙ্গে চার সাজাপ্রাপ্ত অপরাধীকে ঝোলানো হবে ফাঁসিকাঠে। তার আগে প্রথামাফিক চার অভিযুক্তের বাড়িতে চিঠি দিয়ে শেষ সাক্ষাতের বিষয়ে জানানো হয়েছে।
আরও পড়ুন : কেন্দ্র সরকারের নতুন প্রকল্প চালু, মাসে মাসে পাওয়া যাবে হাজার হাজার টাকা
১ ফেব্রুয়ারির আগেই যেহেতু মুকেশ ও পবন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিল তাই তাদের আর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। শুধুমাত্র অক্ষয় ও বিনয়কে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ৩ মার্চের আগে শেষবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবে তারা।