জ্বলে উঠল পাকস্ট্রিটের বিল্ডিং, ঘটনাস্থলে দমকল বাহিনী

ভয়ঙ্কর আগুনে জ্বলে উঠল পাকস্ট্রিটের বিল্ডিং। সুত্রে খবর ওই বিল্ডিংয়ের দুতলায় এক জামাকাপড়ের দোকান ছিল, সেখানেই কাল মাঝরাত একটার সময় লাগে আগুন। এখনও পর্যন্ত জানা গিয়ে শুধুমাত্র ওই জামাকাপড়ের দোকানেই…

Avatar

ভয়ঙ্কর আগুনে জ্বলে উঠল পাকস্ট্রিটের বিল্ডিং। সুত্রে খবর ওই বিল্ডিংয়ের দুতলায় এক জামাকাপড়ের দোকান ছিল, সেখানেই কাল মাঝরাত একটার সময় লাগে আগুন।

এখনও পর্যন্ত জানা গিয়ে শুধুমাত্র ওই জামাকাপড়ের দোকানেই আগুন লেগেছে। আর মাত্র কোথাও আগুন লাগেনি এমনটাই জানিয়েছে ওই দোকানদার। ঘটনাস্থলে এসে কাজ শুরু করে দিয়েছে দমকল বাহিনী। কিন্তু এখন আগুন নেভাবে সম্পুর্ন ভাবে সক্ষম হয়নি তারা। আগুন লাগার পর দমকল এসে পৌছালেও কাজ শুরু করতে দেরি করে তারা, সুত্রে খবর, দমকল কর্মীরা তিনটি ল্যাডার ওই বিল্ডিংয়ে ঢোকানোর চেষ্টা করছে।

আগুন কখন নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে কোনো সঠিক ধারনা দিতে পারেনি দমকল বাহিনী। দমকলের ডিজি জানিয়েছেন, আগুন এখন অনেকটাই কম, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ওই বিল্ডিং থেকে অনবরত ধোঁয়া বেরোতেই আছে যা এক চিন্তার বিষয়। এই ঘটনার পর পাকস্ট্রিট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

About Author