করোনা ভাইরাস জনিত কোভিড ১৯-এর আতঙ্কে দিশেহারা গোটা বিশ্ব। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কোভিড ১৯-এর প্রকোপে। এই অবস্থায় ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কারে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। বেশ কিছু ওষুধ আবিষ্কারও করেছেন তারা। বেশ কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। তবে এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃতি পায়নি কোন প্রতিষেধক। এর মধ্যেই যোগ গুরু বাবা রামদেবের দাবিতে আলোড়ন সৃষ্টি হয়েছে ভারত তথা বিশ্ব জুড়েই।
বেশ কিছু দিন আগে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির সিইও বালকৃষ্ণ দাবি করেছিলেন যে, করোনা ভাইরাসের প্রতিষেধক আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছেন তারা। সেই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও দাবি করেছিলেন তিনি। এবার একধাপ এগিয়ে যোগ গুরু বাবা রামদেব দাবি করলেন, পতঞ্জলি আবিষ্কৃত করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ ইতিমধ্যে ১০০ শতাংশ সফল হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দেওয়া করোনা আক্রান্ত ব্যক্তিরা এই আয়ুর্বেদিক ওষুধের চিকিৎসায় সম্পূর্ণ সেরে উঠেছেন বলে দাবি করেছেন তিনি।
We’ve prepared the first Ayurvedic-clinically controlled, research, evidence & trial based medicine for COVID19. We conducted a clinical case study&clinical controlled trial, and found 69% patients recovered in 3 days & 100% patients recovered in 7 days: Yog Guru Ramdev, Haridwar pic.twitter.com/QFQSVF0JIh
— ANI (@ANI) June 23, 2020
পতঞ্জলির কর্ণধার যোগ গুরু বাবা রামদেব সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘কোভিড ১৯-এর প্রতিষেধক হিসেবে চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষিত ওষুধ তৈরি করে আমরা। যা পরীক্ষায় সফল হয়েছে। আমাদের পরীক্ষায় ফল ভাবে সাড়া দিয়েছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা। প্রথম ৩ দিনেই সফল হয়েছে ৬৯ শতাংশ আক্রান্ত। ৭ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১০০ শতাংশ আক্রান্ত।’