মাদক-কাণ্ডে দীপিকা পাড়ুকোনের প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদ শেষ, কী হল সেই রাউন্ডে?

আজ শুক্রবার বেলা ১২ টায় দীপিকা পাড়ুকোন উপস্থিত ছিলেন এনসিবি-র দপ্তরে। ইতিমধ্যে প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়েছে। আজ ৩ থেকে ৪ দফায় জিজ্ঞাসাবাদ করা হবে রঙিন পর্দার পদ্মাবতীকে। ৫…

Avatar

আজ শুক্রবার বেলা ১২ টায় দীপিকা পাড়ুকোন উপস্থিত ছিলেন এনসিবি-র দপ্তরে। ইতিমধ্যে প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়েছে। আজ ৩ থেকে ৪ দফায় জিজ্ঞাসাবাদ করা হবে রঙিন পর্দার পদ্মাবতীকে। ৫ জনের টিমের সামনে বলিউডের মস্তানি কী বললেন চলুন জেনে নিই।

সুত্ররে খবর অনুযায়ী, দীপিকার ফোন নিয়ে নেয় এন সি বি-র আধিকারিকরা। এরপর তাঁকে দিয়ে সম্মতি পত্রে সই করানো হয়। দীপিকার ফোন ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছেকোনরকম তথ্য গোপন ও নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা।

মাদক চ্যাট নিয়ে প্রশ্ন করা হয় দীপিকাকে। উল্লেখ্য, দীপিকার ম্যানেজার গতকাল সাফ জানিয়েছেন যে দীপিকাই ছিলেন ওই চ্যাটের এডমিন এবং দীপিকার কথা মতই সব কাজ হত। প্রসঙ্গত, জয়া সাহা প্রথম দীপিকার নাম মুখে আনেন। এরপরেই সেই হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে, যার সুত্র ধরেই দীপিকাকে জেরা করেন এনসিবি-র আধিকারিকরা। ইতিমধ্যে দীপিকার থেকে লিখিত উত্তর সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সরকারের ৫ জনের টিম।

পরবর্তী রাউন্ডের জেরা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

খানিক্ষন পরেই সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর এনসিবি-র দপ্তরে এসে পৌঁছবেন। তবে তাঁর আগেই মুখোমুখি বস্তে হবে দীপিকা ও করিশ্মাকে। নেওয়া হবে লিখিত উত্তর।