কলকাতা : পশ্চিমবঙ্গে উৎসবের কোনো শেষ নেই। গতকাল ছিল কালীপুজো সঙ্গে দেওয়ালি। এই দিনটি বিশাল ধুমধাম করে বোমা, বাজি ফাটিয়ে পালন করে রাজ্যের মানুষ। আর এইসব উৎসবের দিনগুলোকেই কাজে লাগায় সন্ত্রাসবাদী থেকে শুরু করে চোরাকারবারিরা।
আর এই ঘটনায় গতকাল। গোয়েন্দা মারফত খবর পাওয়া গিয়েছিল যে, পশ্চিমবঙ্গের হাওড়া ও শিলিগুড়িতে সোনা পাচার হবার কথা। আর এই সূত্র ধরেই রাজস্ব গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও হাওড়ায় পৃথক দুটি অভিযানে প্রায় ২.৫০ কোটি টাকার ৬ কিলো সোনা বাজেয়াপ্ত করেছে। আর এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত তথ্য পেতে পুলিশ এর তরফ থেকে এখনো তল্লাশি চালানো হচ্ছে।
Directorate of Revenue Intelligence sleuths seized more than six kilos of #gold valued at about Rs 2.50 crores in two separate operations in #WestBengal‘s #Siliguri and #Howrah and arrested four person, agency sources said on October 27.
Photo: IANS pic.twitter.com/R6PiCKvSgY
— IANS Tweets (@ians_india) October 28, 2019