বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীরা। এবার তাদের জন্য খুশির খবর। জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে দ্বিতীয় মোদী সরকার। সূত্রের খবর, সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এ বিষয়ে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মোদি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কর্মচারীদের ডিএ বৃদ্ধির ব্যাপারে। তবে ৫-১০ শতাংশ ডিএ বৃদ্ধির কথা শোনা গেলেও, আপাতত ৪-৫ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তাই পুজোর আগে আরও একবার খুশির আমেজ সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী মহলে।
মাসের শুরুতেই খুশির খবর সরকারী কর্মীদের!
বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীরা। এবার তাদের জন্য খুশির খবর। জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে দ্বিতীয়…
