কর্মীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম চালু করল সরকার, জানুন কি সুবিধা পাওয়া যাবে পুরনো পেনশন স্কিমে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই নতুন সুবিধা চালু করেছে কেন্দ্রীয় সরকার
এই খবরটি মূলত তাদের জন্যই যারা নিজেরা সরকারি চাকরি করেন বা তাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি নতুন ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা ২০২৩ সালের ২২ ডিসেম্বর এর আগে চাকরিতে জয়েন করেছিলেন, তাদেরকে কেন্দ্রীয় সরকার দ্বারা পুরনো পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হতে চলেছে। ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত এই কর্মীরা বেছে নিতে পারবেন যে তারা পুরনো পেনশন স্কিম গ্রহণ করবেন নাকি নতুন পেনশন স্কিম গ্রহণ করবেন। উত্তরপ্রদেশের সরকার ও এরকমই একটি পরিকল্পনা শুরু করেছে বলে জানা গিয়েছে।
নতুন পেনশন স্কিম অনুযায়ী কর্মচারীদের বেতন ১০ শতাংশ বাদ চলে যায় এবং বাকি টাকা পেনশন হিসেবে দেওয়া হয়ে থাকে। যদিও ২০০৪ সালের আগে যারা জয়েন করেছিলেন এবং যারা পুরনো পেনশন স্কিম গ্রহণ করবেন, তাদের কিছুটা লাভ হবে সরকারের এই সিদ্ধান্তের ফলে। পুরনো পেনশন স্কিম গ্রহণ করলে কর্মচারীদের লাভ অনেকটা বেশি, এবং সেই কারণেই সরকারি কর্মচারীরা বারংবার পুরনো পেনশন স্কিম চালু করার দাবি জানিয়ে আসছিলেন। পুরনো পেনশন স্কিম প্রত্যেক কর্মচারীকে জিপিএফ এর সুবিধা দিয়ে থাকে। সেই কারণেই এখন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অনেকেই খুশি হয়েছেন।
তবে, কেন্দ্রীয় সরকার এত পরে এই ঘোষণা করলেও বেশ কিছু রাজ্য সরকার এই সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল। বহুদিন আগেই রাজস্থান সরকার পুরনো পেনশন স্কিম চালু করার ঘোষণা করেছিল। এবার সেই পথেই হাঁটলো কেন্দ্রীয় সরকার। তবে সবার জন্য পুরনো পেনশন স্কিম চালু করা হয়নি। কেন্দ্রীয় সশস্ত্র বলের সমস্ত কর্মচারীদের এই আওতা থেকে বাইরে রাখা হয়েছে। তারা কিন্তু পুরনো পেনশন স্কিম চাইলেও গ্রহণ করতে পারবেন না। অন্যান্য কর্মচারীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সরকার। তারা যদি পুরনো পেনশন স্কিমে যুক্ত হতে চান তাহলে ৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে তাদেরকে পুরনো এবং নতুন পেনশন স্কিম এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।