করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র শ্রেণির বহু মানুষ। এইসব মানুষদের কথা মাথায় রেখে ৩৪,৮০০ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যুইট করে জানিয়েছেন যে, এর মধ্যে ‘উজ্জ্বলা’ যোজনাটিও রয়েছে। এই প্রকল্পের আওতায় ৪.৫ কোটি মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে৷ তবে কীভাবে এই সুবিধা পাওয়া যাচ্ছে জেনে নিন-
*এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই নিজের মোবাইল নম্বরটি রেজিস্টার করতে হবে। ডিলারের কাছে ফোন নম্বর না থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।
*’উজ্জ্বলা যোজনা’র আওতায় ১৪.২ কেজির ৩টি সিলিন্ডার ৩ মাসে দেওয়া হবে। যার অর্থ হলো প্রতি মাসে একটি করে সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে যারা ৫ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তারা ৩ মাসে ৮টি সিলিন্ডার পাবেন ৷
*প্রধানমন্ত্রী ‘উজ্জ্বলা যোজনা’র আওতায় থাকা গ্রাহকদের গত এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হয়েছে৷ এছাড়া যারা সিলিন্ডার বুক করেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পরের সিলিন্ডারের টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যেই এপ্রিল মাসে প্রায় ৪.৫ কোটি মানুষ সিলিন্ডার বুক করে ফেলেছেন এবং বেশিরভাগ গ্রাহকেরাই পেয়ে গিয়েছেন গ্যাসের সিলিন্ডার। তবে এপ্রিলের শেষের দিকে বুক করা গ্রাহকদের টাকা পৌঁছাতে সামান্য দেরী হবে বলেই জানা গেছে।