রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাতের মাঝেই সৌজন্য দেখালেন স্বয়ং রাজ্যপাল। অসুস্থ অবস্থায় এসএসকেএম এ ভর্তি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে মঙ্গলবার সকালে হাসপাতালে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত রবিবার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এসএসকেএম হাসপাতলে। এদিন রাজ্যপাল রবীন্দ্রনাথবাবুর সাথে দেখা করার পর তাঁর শরীর সম্পর্কে খোঁজখবরও নেন চিকিৎসকদের কাছে।
এদিকে সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের বিরুদ্ধে সংসদে সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদরা অভিযোগ করেন রাজ্যকে না জানিয়ে রাজ্যপাল বিভিন্ন রকম কাজ করে চলেছেন। তার মধ্যেই অসুস্থ মন্ত্রীকে দেখতে যাওয়া যে যথেষ্টই সৌজন্যের প্রতীক তা বলাই বাহুল্য।
গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রবীন্দ্রনাথবাবু। তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কলকাতায় আনা হয়।
প্রসঙ্গত, কয়েকমাস ধরেই রাজ্যপালের সাথে নানা বিষয়ে রাজ্যের সংঘাত লেগেই আছে। গতকাল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদে তার বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদেরা। সেই বক্তব্যের পাল্টা বক্তব্যে রাজ্যপাল শিলিগুড়ি থেকে বলেন, ‘রাজ্যপাল হিসেবে আমার কি করা উচিত বা অনুচিত তা সংবিধানে লেখা আছে। রাজ্যের কোথাও যাওয়ার জন্যে আমার অনুমতি নেওয়ার দরকার নেই। আমার কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যাওয়ার লোক আমি নই।’ রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে চলা এই বিবাদের মাঝেও অসুস্থ মন্ত্রীকে দেখতে গিয়ে রাজ্যপাল যে যথেষ্টই সৌজন্যের পরিচয় দিলেন তা বলাই যায়।