Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতার আমন্ত্রণে রেড রোডে দুর্গার কার্নিভালে উপস্থিত থাকার জন্য খুবই উৎসুক রাজ্যপাল!

Updated :  Thursday, October 10, 2019 10:30 PM

বিনোদ পাল: রীতিমত কয়েকটি ঘটনার পর রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল,অবশেষে ১১ই অক্টোবর তার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান রাজনৈতিক পর্যবেক্ষকরা।কেন না ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রেড রোডে দুর্গা কার্নিভালে রাজ্যপালের আসার সম্ভাবনা রয়েছে।রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই সপরিবারে সেদিন উপস্থিত থাকবেন।রাজ্যপাল জানান যে, এই পদে আসীন হওয়ার পর তাঁর কাছে এটাই প্রথম দুর্গোৎসব।

এমনকি রাজভবন সূত্রের খবর, বাংলার দুর্গাপুজোর পরম্পরা সম্পর্কে তিনি রীতিমত কয়েকদিন ধরে বিস্তর পড়াশোনা করেছেন। তিনি ভীষণভাবে উৎসাহী সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রসঙ্গত বলা যায় যে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।তবে রাজ্যপালের এ মন্তব্যকে ভালো চোখে দেখেনি নবান্ন।

এমনকি পার্থ চট্টোপাধ্যায় ও জানিয়েছেন যে,’রাজ্যপাল দুর্ভাগ্যজনক ভাবে রাজ্য সরকারকে না জানিয়েই যাদবপুরে গিয়েছেন এক জন বিজেপি নেতাকে ‘উদ্ধার’ করতে। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অনভিপ্রেত মন্তব্য করলেও সেখানে বিজেপি এবং এবিভিপির গুন্ডারা যা করেছে, সে সম্পর্কে একটি কথাও বলেননি।’

শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয়।উত্তরবঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল প্রশাসনিক বৈঠক ডাকলেও সেখানেও গরহাজির থাকে তৃণমূল। এই ঘটনাগুলো ভালোভাবে নেয়নি রাজ্যপাল।তবে এ সবের অবসান ঘটিয়ে রাজয়সরকার ও রাজ্যপালের সম্পর্ক কিছুটা মজবুত হবে বলে আশা করছেন রাজনৈতিক মহল।