কলকাতা : ‘স্বাস্থ্যই সম্পদ’ এই আপ্ত বাক্যকে সম্বল করেই এবার সাত সকালে শরীর চর্চায় বেরোলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙকড়। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন মাঠে প্রাতঃভ্রমণে বের হন রাজ্যপাল। কিছুদিন আগে শিলিগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা ছুটেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যপালের প্রাতঃভ্রমণ আরামপ্রিয় বাঙালিকে শারীরিক কসরত করার কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাবে এমনই মত বিশেষজ্ঞদের।
৬৮ বছর বয়সে এসে রাজ্যপাল যদি শরীর সুস্থ রাখতে নিয়মিত প্রাতঃভ্রমণ করতে পারেন তাহলে অন্যরাও তা দেখে অনুপ্রাণিত হবেন বলে মনে করা হচ্ছে। অনেকের মতে অবশ্য রাজ্যপাল প্রাতঃভ্রমণ করলেই যে সকলকে প্রাতঃভ্রমণে বেরোতে হবে এমন নয়, নিজেদের শরীরকে সুস্থ রাখতেই সকলকে প্রাতঃভ্রমণে বেরোতে হবে এমনই মত তাদের। তবে মুখ্যমন্ত্রীর পর রাজ্যপালের সাত সকালে রাস্তায় নেমে জগিং ও মর্নিং ওয়াক নিঃসন্দেহে ঘুম কাতুরে বাঙালিকে শারীরিক কসরতের অনুপ্রেরণা জোগাবে।