আগামী আরও দু’দিন রাজধানী দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ের তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। এছাড়া লু বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও গরম এই হাওয়া বইবে তাই সতর্ক করা হয়েছে।
সোমবার সকাল থেকেই তাপমাত্রা বাড়ছিল দিল্লি সহ উত্তর ও মধ্য ভারতে। আর তার ফলেই নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রা পৌঁছে যায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। এই আবহাওয়া একই রকম থাকবে আগামী দুই দিন। কোন কোন দিন কেমন আবহাওয়া থাকবে সে বিষয়ে ছবির মাধ্যমে টুইট করে জানিয়েছে মৌসম ভবন। গরমের দাবদাহে যেসমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে চেষ্টা করছেন তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে।
Due to prevailing dry northwesterly winds over plains of northwest India, Central India & adjoining interior parts of eastern India, present heat wave
conditions very likely to continue to prevails mainly during next 2 days.
Color Coded warning Attached.#heatwave pic.twitter.com/CPE1lS5WUa— IMD Weather (@IMDWeather) May 26, 2020
২৯শে মে ৫০-৬০ কিমি বেগে ধুলো ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে টানা তিনদিন তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশে ছিল। যার ফলে গরমের দাপটে নাজেহাল মানুষ। তবে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারনে আগামী ২৮শে মে-এর পর বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আর এরপরে রাজধানী ও আশেপাশের অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে।