আবারো ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত ও মায়ানমার সীমান্ত। আজ সোমবার ভোর ৬ টা ৪২ মিনিটে কম্পন অনুভূত হয় যার জেরে আতঙ্কে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে সাধারন মানুষ।
সুত্রে খবর, ভোরে কম্পন অনুভূত হওয়ার ফলে আতঙ্কের সৃষ্টি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। সুত্রে খবর, ভূভাগ থেকে প্রায় ৫৫ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গ্রিসে ভূমিকম্প হয়েছিল। গ্রিসের দক্ষিনাঞ্চলে ক্রিট অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়। তার আগে আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে মৃত্যু হয় ২৩ জনে এবং আহত হয় ৬০০ জনের বেশি।