নিউজপলিটিক্সরাজ্য

পুরীর ধাঁচে দিঘাতে তৈরি হবে জগন্নাথ মন্দির, ১২৮ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

এতদিন জগন্নাথ দেবের দর্শন পেতে রাজ্যবাসীকে ছুটে যেতে হত প্রতিবেশী রাজ্য ওড়িশায়৷ তবে এবার রাজ্যবাসিকে জগন্নাথ দর্শন করতে পুরী যাওয়ার আবশ্যক হবেনা। কারণ এবার রাজ্যের বুকেই দেখা মিলবে স্বয়ং জগন্নাথদেবের৷ পুরীর জগন্নাথমন্দিরের আদলে অদূর ভবিষ্যেতে পর্যটকদের প্রিয় দীঘা সৈকতের ধারে গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির৷ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে এই নতুন মন্দির গড়ার জন্য অর্থও বরাদ্দ করা হয়ে গিয়েছে৷ এই মন্দির গড়ার প্রকল্পে ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আগামী রবিবার কলকাতায় পুরসভার ভোট। আর লক্ষ্মীবারের সন্ধ্যায় বেহালায় পুর নির্বাচনের প্রচার সভা থেকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ”পুরীর আদলে এবার আমরা দিঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি করব৷’’ খানিক থেমে তিনি আরো যোগ করেছেন, ‘‘দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করার জন্য আমি আজকেই টাকা অনুমোদন করলাম।’’ যা শুনতে মঞ্চে উপস্থিত বাকিএয়া হাততালিতে ভাসিয়ে দিলেন পুরো সভাস্থল৷

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, পুরোনো দীঘা ও নিউ দিঘার মাঝে সমুদ্রের ধারে রয়েছে একটি জগন্নাথ মন্দির৷ স্থানীয়রা ওই এলাকাকে ওই জন্য জগন্নাথ ঘাট নামকরণ করেছেন। তবে এই মন্দিরটি পুরীর মন্দিরের থেকে আয়তনে অনেকটাই ছোট। এখানে একই সঙ্গে মা গঙ্গার পুজো হয়। সাথে রয়েছে কালীমূর্তিও। এমনকী লোকনাথের মূর্তিও পূজিত হয়। বছর তিনেক আগে দীঘার এই মন্দিরকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ ফের ক্ষমতায় আসতে মন্দির নির্মাণের সমীক্ষার কাজও করা হয়েছে৷’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

প্রসঙ্গত, পালা বদলের পর রাজ্যের তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সারা রাজ্যের একাধিক ধর্মীয় স্থানকে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু করেছে তৃণমূল সরকার৷ বঙ্গ রাজনৈতিক সমালোচকদের মতে বাংলাদেশে হিন্দু নিধন কাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে এখন হিন্দু ভোট একত্র করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির৷ এই মুহূর্তে পুরসভা ভোটের বাজারে গেরুয়া শিবিরের এই ভোটের রণকৌশলে জল ঢালতেই বাংলার নেত্রী কলকাতার ভোটে পুরীর প্রসঙ্গ টেনে আদতে হিন্দু ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া হয়েছেন। দিদির এই সিদ্ধান্তে অনেকেই খুশি হয়েছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles