Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছে বিশেষ বিমানে, অভিনব উদ্যোগ ঝাড়খন্ড সরকারের

Updated :  Friday, May 29, 2020 6:59 PM

দেশে লক ডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে, সাইকেলে করে মাইলের পর মাইল রাস্তা পার করে নিজ রাজ্যে ফিরেছেন দিনের পর দিন। এমন চিত্র বহুবার উঠে এসেছে। কেউ কেউ জল ও খাবার না খেতে পেয়েও মাথা গোজার আশ্রয় হিসেবে রওনা দিয়েছেন নিজের বাড়ির উদ্দেশ্য, হয়েছে মৃত্যুও। এমন দৃশ্যের পর এক বেনজির পদক্ষেপ নিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বিমানের সাহায্যে লেহ-তে আটকে পড়া ৬০ জন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিমানের ব্যবস্থা করলেন।

এদিন শুক্রবার বিকেলে লেহ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছাড়বে স্পাইসজেট বিমান। এরপর দুপুর দু’টো নাগাদ দিল্লি পৌঁছবে ওই বিমান। দিল্লি থেকে সন্ধ্যা ছয়টায় বিমানটি ছাড়বে ও রাত আটটায় পৌঁছে যাবে রাঁচিতে। এভাবেই নিজ রাজ্যে ফিরবেন ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকেরা। বিমানবন্দরে পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপর আরও দু’টি বিমানে ৩২০ জন পরিযায়ী শ্রমিকদের আন্দামান থেকে ফেরাতে পারে ঝাড়খন্ড সরকার।

জানা গিয়েছে, গত ১২ই মে কেন্দ্রীয় সরকারের কাছে ঝাড়খণ্ডের মুখ্যসচীব ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ব্যক্তিগতভাবে উত্তর-পূর্ব ভারত, লাদাখ ও আন্দামানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঝাড়খন্ডে বিমানে করে ফিরিয়ে আনতে চিঠি লেখেন। এরপর কেন্দ্র সরকারের তরফে অনুমতি দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিমানের ব্যবস্থা করেছে ঝাড়খণ্ড সরকার।