Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শহরের বুকে যাত্রা শুরু করবে হুডখোলা দোতলা বাস

কলকাতার রাস্তায় প্রথম ১৯২৬ সালে দোতলা বাস চলে, ৯০ এর দশক থেকে এই দোতলা বাসের ব্যবহার ক্রমশ কমে আসে। ২০০৫ সালে শেষ কলকাতার রাস্তায় দেখা গেছিল দোতলা বাস, তখন রং…

Avatar

কলকাতার রাস্তায় প্রথম ১৯২৬ সালে দোতলা বাস চলে, ৯০ এর দশক থেকে এই দোতলা বাসের ব্যবহার ক্রমশ কমে আসে। ২০০৫ সালে শেষ কলকাতার রাস্তায় দেখা গেছিল দোতলা বাস, তখন রং ছিল লাল, আবার দীর্ঘ ১৬ বছর পর কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতা থেকে ফিরে পাওয়া দোতলা বাস। বৃহস্পতিবার জামশেদপুর থেকে সকালেই কলকাতায় এসে পৌঁছায় হুডখোলা দোতলা বাস। মোট ৫১টি আসনের ডাবল ডেকার বাসের দোতলা অংশ স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে ঘেরা। আশির দশকের দোতলা বাস ছিল ‘সিএসটিসি’র, এখন সেই সংস্থা না থাকায় নতুন রুপে নতুন রং এ আসা দোতলা বাস ডাব্লুবিটিসি চালাবে।

নতুন বাসটির রং নীল-সাদা, বাসে থাকছে সমস্ত আধুনিক ব্যবস্থা। বাসের মধ্যে দুটি সিঁড়ি থাকছে, এছাড়াও বাসের মধ্যে সিসি ক্যমেরা, প্যানিক বাটন এর ব্যাবস্থাও থাকছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দুটি দোতলা বাস তৈরীতে খরচ হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা, জামশেদপুরের ‘বেবকো বা বিবিকো’সংস্থাটি তৈরি করেছে এই দোতলা বাস। বাসটি ভারত স্টেজ-৪ গোত্রের তৈরি। আরও দুটি দোতলা বাস ২০ মার্চের মধ্যেই কলকাতায় চলে আসবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফের মেট্রো বিভ্রাট, শ্যামবাজারে সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে এসি মেট্রো

একাধিক পুরনো সিনেমায় কলকাতার ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাসের দৃশ্য দেখানো হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’, মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ ছবি ছাড়াও কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-তেও দেখা গিয়েছে কলকাতার ডবল ডেকার।

একটি দোতলা বাস স্মারক হিসেবে রাখা রয়েছে নিউটাউনের ইকো পাকে। রাজ্য পরিবহন দফতর মোট ১০টি দোতলা বাস ধাপে ধাপে নিতে চায়, এখন অপেক্ষা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট-এর (সিআইআরটি) ছাড়পত্রের, তারপরেই শহরের বুকে ছুটে বেড়াবে ডাবল ডেকার বাস। লন্ডনের মতই হুডখোলা দোতিলা বাসে মহানগর এগিয়ে যাবে।

About Author