Arunita-Pawandeep: এই উইকেন্ডে কপিলের বিশেষ অতিথি হলেন অরুণিতা-পবনদীপ! থাকছেন নেহা

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের…

Avatar

By

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে।

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন।

Arunita-Pawandeep: এই উইকেন্ডে কপিলের বিশেষ অতিথি হলেন অরুণিতা-পবনদীপ! থাকছেন নেহা

তাঁদের ‘বন্ধুত্ব’র আসল সত্যি জানতে চায় সকলেই। তবে এদের অনুগামীরা চায় এরা সত্যি সত্যি প্রেম করুক। সম্প্রতি হিমেশ রেশামিয়ার অ্যালবাম ‘দিল সে’-র ‘ও সাইয়োনি’তে ফের প্লেব্যাক করেছেন এই জুটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে গানের স্টুডিও ভার্সন। যেখানে অরুদীপের দুষ্টু-মিষ্টি ফ্লার্ট সকলের বেশ পছন্দ হয়েছে।

এবার ইন্ডিয়ান আইডলের এই চর্চিত প্রেমিক জুটি হাজির হবেন কপিল শর্মার শো-তে। হ্যাঁ সোনি টিভির ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ দেখা পাওয়া যাবে এই দুজনকে। অবশ্য অরুণিতা আর পবনদীপ একা নন, থাকছে ‘ইন্ডিয়ান আইডল ১২’-র আরো ৪ ফাইনালিস্ট। সাথে থাকছেন বলিউড রিমেক ক্যুইন নেহা কক্কর। অর্থাৎ এই সপ্তাহে কমেডি নাইটস সুরের সাত রঙ মিশতে চলেছে।

সম্প্রতি অরুদীপের একটা ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল কপিলের সেটে তোলা একটি গ্রুপ ছবি। যেখানে কপিল শর্মা আর অর্চনা পূরণ সিং-র সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সকল অতিথিরা। আর ছবি প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। সকলেই এখন এদিনের শ্যুটের ঝলক দেখার জন্য মুখিয়ে আছেন। কিছুদিন আগেই নেহা কক্করের ‘কাঁটা লাগা’ মুক্তি পেয়েছে । হানি সিং আর ভাই টনির সঙ্গে দেখা গিয়েছে নেহাকে। এবার নিজের গানের প্রচারে ইন্ডিয়ান আইডল’ এর ছয় ফাইনালিস্টকে নিয়ে হাজির তিনি।

Arunita-Pawandeep: এই উইকেন্ডে কপিলের বিশেষ অতিথি হলেন অরুণিতা-পবনদীপ! থাকছেন নেহা

কপিল মানেই হাসির কৌতুক রস। এর আগে বহুবার কপিলের শো-তে দেখা গিয়েছে নেহার। বিয়ের পর রোহনকে নিয়েও কপিলের কমেডি শো-তে উপস্থিত হয়েছিলেন। , ইন্ডিয়ান আইডলের ৬ শিষ্যকে নিয়ে প্রথমবার আসছেন এখানে। এবার এটাই দেখার, কেমন জমে আজকের শো। কপিল নিজেও ভালো গান গায়। সঙ্গে আবার থাকছে সব সুরেলাকন্ঠীরা তাই নিঃসন্দেহে বলা যেতেই পারে এই সপ্তাহ সুরেলা উইকেন্ডের। আর তা দেখার জন্য অপেক্ষারত গোটা দেশ।