ডিজিটাল প্লাটফর্মের এই যুগে দাঁড়িয়ে প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে একাধিক হাস্যকর ভিডিওর পাশাপাশি একাধিক অলৌকিক ঘটনাবলীও ক্যামেরা বন্দী হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি দেখার পর হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। একজন ব্যক্তির দেশী জোগাড়ের এমন একটি উদাহরণ দেখিয়েছেন, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেট পাড়ার লক্ষাধিক মানুষ। ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে অবাক হওয়ার পাশাপাশি তার প্রতিভার প্রশংসা করছেন সবাই।
ভারতীয় যুবকদের কর্মকাণ্ড
আমরা যদি স্বল্পমূল্যে কোন জিনিস অথবা দ্রব্যের আবিষ্কারের কথা বলি, তবে সেই তালিকায় যে ভারতীয়দের নাম সবার আগে লেখা থাকবে তা আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হয় না। কারণ, জুগাড়ের মাধ্যমে গাড়ি কিংবা মেশিন আবিষ্কার করে বিগত বেশ কয়েক বছর ধরে সাড়া ফেলে দিয়েছে ভারতীয় যুবকরা। বিশেষ করে অব্যবহারিত জিনিস ব্যবহার করে ‘নতুন আবিষ্কার’ ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ফুটেজ রীতিমত ভাইরাল হচ্ছে। যা দেখে ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন লক্ষাধিক মানুষ।
ভাইরাল হচ্ছে এই ভিডিও
আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে রাজপথে ডাবল ডেকার বাস দেখেছেন। তবে কখনো কি ডাবল ডেকার বাইক দেখেছেন? বর্তমানে ডাবল ডেকার বাইক বানিয়ে এক যুবক ভাইরাল হচ্ছেন ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাইকের সাথে লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে দ্বিতীয় তলা তৈরি করেছেন ওই যুবক। যেখানে রীতিমতো তিনজন প্যাসেঞ্জার নিয়ে পাকা রাস্তায় বাইক চালাচ্ছেন তিনি। ভিডিওটি ইন্টারনেটের নজরে আসার মাত্রই ৩ লাখের বেশি মানুষ পছন্দ করেছে। তবে প্রশংসার পাশাপাশি ওই যুবককে সচেতন করেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্রেমীরা। ভারসাম্য হারালেই যে বড়সড় দুর্ঘটনা হতে পারে, সে বিষয়ে বারবার ওই যুবককে সতর্ক করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। দেখুন ভাইরাল ভিডিও-
View this post on Instagram