বিনোদ পাল: সরকারি কর্মীদের জন্য ভাল খবর রয়েছে। মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। ঠিক এমনটাই বলেছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে। এই দীপাবলীতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ বাড়ানো হয়। ফলে তা ১২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৭ শতাংশে।
সূত্রে খবর সামনের মাস থেকেই সরকারি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পাবেন এবং বাকিটা প্রতি মাসে এরিয়া হিসাবে দেওয়া হবে। এই সুখবর ঘোষণার ফলে প্রায় কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন এবং সাথে সাথে বহু মানুষ যাঁরা পেনশন পাচ্ছে তাঁরাও উপকৃত হবেন। এই ভাতা ঘোষণার পরেই ভারতীয় রেল এবং ভারতীয় ডাকঘর তাদের কর্মচারীদের জন্যে ডিএ’র বিজ্ঞপ্তি ঘোষণা করল। এই দুই দপ্তরের কর্মচারীরাও এই ভাতা পাবে।
অর্থমন্ত্রকের কাছ থেকে এই মহার্ঘ ভাতার ব্যাপারে অনুমোদন পাওয়ার পর ভারতীয় ডাকঘর তাদের কর্মীদের জন্যে ডিএ ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সকল কর্মচারীদের কাছে তা পৌছিয়ে দেয়।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’