নিউজরাজ্য

কেরলে শুরু হল বর্ষা, আগামী কিছুদিনের মধ্যে ঢুকবে এ রাজ্যেও

Advertisement

নির্দিষ্ট সময়মতো বর্ষা ঢুকে গেলো কেরালায়। ইতিমধ্যেই আজ সকাল থেকে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। সাধারণত সব কিছু স্বাভাবিক থাকলে ১লা জুনেই বর্ষা ঢোকে এই রাজ্যে। দিল্লীর মৌসম ভবন জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক থাকবে বৃষ্টির হার।

কেরালার পাশাপাশি এই রাজ্যেও ঠিক সময়ে ঢুকতে পারে বর্ষা। উত্তর-পূর্বাঞ্চল হয়ে উত্তরবঙ্গে ৫ই জুন এবং দক্ষিণবঙ্গে ৮ই জুন নাগাদ বর্ষা চলে আসে। যেহেতু কেরলে ঠিক সময়ে মৌসুমী বায়ু ঢুকে গেছে, সেইমতো এই রাজ্যেও স্বাভাবিক নিয়মে বর্ষা ঢোকার সম্ভাবনা প্রবল।

এই বিষয়ে দিল্লীর মৌসম ভবনের অধিকর্তা মৃতুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “কেরলে নির্দিষ্ট সময় মতোই বর্ষা এসেছে। বিভিন্ন জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে।” যদিও এই রাজ্যে বর্ষা ঢোকা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাক্‌বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে আলিপুর আবহওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “আমাদের রাজ্যে কবে মৌসুমী বায়ু ঢুকবে, সেই দিকে আমরা নজর রাখছি। নির্দিষ্ট সময়ে সেটি জানিয়ে দেওয়া হবে।”

সাধারণত মৌসুমি বায়ুর দুটি শাখা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। যার মধ্যে কেরলের একটি শাখা উত্তর দিকে উঠে পূর্ব ভারতে ঢোকে। সেটার মাধ্যমেই দক্ষিণবঙ্গে বর্ষা আসে।অন্যদিকে মৌসুমি বায়ুর আর একটি শাখা আন্দামান থেকে মায়ানমার ও উত্তর-পূর্বাঞ্চল হয়ে উত্তরবঙ্গে ঢোকে। যেহেতু মৌসুমি বায়ু নিজস্ব ছন্দে রয়েছে, তাই এইবছর বর্ষা স্বাভাবিক সময়ে ঢুকবে বলেই আশা করছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।

Related Articles

Back to top button